সৌদি আরবে শুরু হয়েছে প্রাথমিক সমাপনী পরীক্ষা

সৌদি আরবে শুরু হয়েছে প্রাথমিক সমাপনী পরীক্ষা

সৌদি আরব প্রতিনিধি

বাংলাদেশের সাথে সময়সূচি মিল রেখে এবং অভিন্ন প্রশ্নপত্রে সৌদি আরবের চারটি  শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার থেকে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদিয় সমাপনী পরীক্ষা ২০০৯।

স্থানীয় সময় সকাল রবিবার সাড়ে ৭টায় শুরু হওয়া এবারের পরীক্ষায় সৌদি আরব থেকে শিক্ষার্থী ছিলো ২৪৮ জন। এরমধ্যে রিয়াদ থেকে ৯২ জন,  জেদ্দায় ১৩৩ জন, মদীনায় ১৮ জন এবং আল কাছিম বুরাইদা থেকে ৫ জন। প্রথম দিনের পরীক্ষায় জেদ্দা কেন্দ্রে অনুপস্থিত ছিল দুই শিক্ষার্থী।

স্কুলের অধ্যক্ষগণ স্ব স্ব প্রতিষ্ঠানের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন। দূতাবাস এবং কনস্যুলেট থেকে নিয়োজিত কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
 
তবে, গত বছর থেকে এ বছর সৌদি আরবের চারটি কেন্দ্রে শিক্ষার্থী কমেছে ২০ জন।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল