পেঁয়াজ ইস্যুতে 'সরব' জামায়াত

পেঁয়াজ ইস্যুতে 'সরব' জামায়াত

অনলাইন ডেস্ক

অনেক দিন থেকে জামায়াতকে প্রকাশ্যে দেখা না গেলেও পেঁয়াজ ইস্যুতে সরব হয়েছে সংগঠনটি। রাজশাহীতে দীর্ঘদিন পর বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।

দুপুরে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিলের পর সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জামায়াত নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ কারণে এই সরকারের পদত্যাগ চান জনগণ। তবে সমাবেশে বক্তা হিসেবে কোনো নেতার নাম সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
 
এদিকে জামায়াতের বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ব্যাপারে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ কিছু জানেন না বরে উল্লেখ করেন।

তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে তারপরে বলতে পারব।
 
গত দেড় বছর ধরে রাজশাহীতে কোনো কর্মসূচি পালন করেনি জামায়াত। কিন্তু পেঁয়াজ ইস্যুতে হঠাৎ করেই তারা প্রকাশ্যে চলে আসে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)