উত্তর চীনে কয়লার খনি বিস্ফোরণে নিহত ১৫

উত্তর চীনে কয়লার খনি বিস্ফোরণে নিহত ১৫

অনলাইন ডেস্ক

উত্তর চীনের শানসি প্রদেশে কয়লার খনি বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন, স্থানীয় সংবাদমাধ্যমগুলো আজ এ খবর জানিয়েছে। সোমবার বিকালে গ্যাস বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৯ জন। সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, যে খনিতে বিস্ফোরণটি হয়েছিল সেটা শানসি পিঙাও ফেঙান কোয়াল এন্ড কোক গ্রুপ কোম্পানির মালিকানাধীন ছিল।

সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণটি যখন ঘটেছিল তখন ৩৫ জন শ্রমিকরা ভূগর্ভস্থ কাজে ব্যস্ত ছিলেন।

তবে তাদের মধ্যে কেবল ১১ জন পালাতে সক্ষম হন। আহত শ্রমিকরা স্থিতিশীল অবস্থায় আছেন এবং কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে বলে জানায় সিনহুয়া।

খনির মারাত্মক দুর্ঘটনাগুলো খুব সাধারণ ব্যাপার চীনের জন্য, যেখানে এই শিল্পের নিরাপত্তার ইতিহাস প্রায় খুবই দুর্বল।

গত সপ্তাহে একটি বৈঠকে চীনের কাউন্সিল, চায়নার ক্যাবিনেট, উৎপাদন-সম্পর্কিত সুরক্ষা ইস্যুতে কর্মক্ষেত্রে সুরক্ষা আরও উন্নত করতে বিশেষ কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

 

২০১৮ সালের ডিসেম্বরে দক্ষিণ পশ্চিম চংকিং পৌরসভায় এক খনির সংযোগকারী অংশটি ভেঙ্গে একটি খনি খাদ নিচে পরে যাওয়ায় ৭ জন শ্রমিকের মৃত্যু হয়।  

২০১৮ সালের অক্টোবরে, পূর্ব শান্ডং প্রদেশে খনির ভিতরকার চাপে একটি শিলা পাথর ভেঙ্গে পড়ে খনির সুড়ঙ্গের মুখ ও মানুষদের ভিতরে আটকে ফেলে। মাত্র একজন শ্রমিককেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল।  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ