ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে যেখানে

ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে যেখানে

অনলাইন ডেস্ক

টয়লেট নির্মাণের দিক থেকে সামাজিক সূচকে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন গণপূর্তমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

হারপিক ও আরটিভি যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত দেশে কিছুই ছিল না।

এখন অনেক কিছু হয়েছে। বাংলাদেশে অনেক সরকার এসেছে, কিন্তু কিছুই করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রতিস্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেট নির্মাণ করে দিয়েছেন। প্রতিটা মহাসড়কে টয়লেট নির্মাণ করা হয়েছে।
প্রতিটা পেট্রলপাম্পে টয়লেট বাধ্যতামূলক করে দিয়েছেন। এভাবেই পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

রেজাউল করিম বলেন, বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য অনেক আগেই ধারণ করেছি। এজন্য শেখ হাসিনা টয়লেট নির্মাণ করে দিয়েছেন। সরকার আরও টয়লেট নির্মাণ করবে। সামাজিক সূচকে আমরা ভারতের চেয়েও এগিয়ে।

তিনি বলেন, নতুন প্রজন্মকে স্বাস্থ্যসম্মতভাবে গড়ে তুলতে হবে। তা না হলে নতুন নেতৃত্ব আসবে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)