কাশ্মীরের সিয়াচেনে চার ভারতীয় সেনাসহ নিহত ৬

কাশ্মীরের সিয়াচেনে চার ভারতীয় সেনাসহ নিহত ৬

অনলাইন ডেস্ক

ভারত অধিকৃত কাশ্মীরের সিয়াচেনে তুষার ধসে ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ভারতের চারজন সেনাও রয়েছেন।  

গতকাল সোমবার এ ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনী সূত্রে এ খবর প্রচার করে বিবিসি।

বিবিসির খবরে জানানো হয়, সিয়াচেনে ১৮ হাজার ফুট উচ্চতায় নর্দার্ন গ্লেসিয়ারে ধস নামে। সে সময় আট ভারতীয় সেনা নিখোঁজ হন। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতার পর ছয়জনের মৃতদেহ ও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। ভারতীয় সেনারা সোমবার ওই এলাকায় প্যাট্রলিংয়ে ছিলেন।

এ সময় বরফ ধস নামলে তারা সেখানে আটকে পড়েন।

প্রসঙ্গত, বিশ্বের সর্ববৃহত যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত সিয়াচেন। সিয়াচেনে এ পর্যন্ত প্রায় ৯০০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। কিন্তু একবার পাকিস্তান সিয়াচেনের দখল নিলে তার পুনর্দখল নিতে ২-৩ হাজার ভারতীয় সেনার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা ভারতের।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)