কাশ্মীরের টিভিতে মুসলিম দেশের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা

কাশ্মীরের টিভিতে মুসলিম দেশের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

ভারত কেন্দ্রীয় সরকার কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। একইসাথে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে ফেলেছে।  

কেবল অপারেটরদের উদ্দেশ্যে সম্প্রচারের বিষয়বস্তুকে ইস্যু করে  কেন্দ্র এবার হুঁশিয়ারি দিল। শুধু তাই নয়, মুসলিম দেশগুলির কোনও প্রাইভেট চ্যানেলের বিষয়বস্তুকে জম্মু ও কাশ্মীরে সম্প্রচার করার ক্ষেত্রে রীতিমত তাদের গণ্ডি বেঁধে দিয়েছে ভারত সরকার।

মুসলিম দেশগুলির মধ্যে পাকিস্তান, ইরান, মালয়েশিয়া এবং তুর্কি অন্যতম। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রক সম্প্রতি তাদের জারি করা উপদেষ্টায় জানিয়েছে, 'কেবল টিভির নিয়মবিধি এবং তাদের বাধ্যবাধকতা বিষয়ে কেবল টেলিভিশন অপারেটরদের অবগত করা হয়েছে। '

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রকের এই নোটিশে বলা হয়েছে,'জানা যাচ্ছে কিছু প্রাইভেট চ্যানেলের কোন অনুমতি এই দেশে নেই, সেগুলো কিছু কেবল অপারেটরদের সহায়তায় সম্প্রচার করা হচ্ছে। স্পষ্টভাবে সরকারি নিয়ম লঙ্ঘনের পর্যায়ে পড়ে তা।

এটা কেবল টেলিভিশন অ্যাক্ট ৬(৬) আইনের বিরুদ্ধে । এই ঘটনায় প্রায় সঙ্গে সঙ্গেই সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে হবে বলেও জানা গেছে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ