বাংলাদেশে পেঁয়াজ, পাকিস্তানে টমেটো!

বাংলাদেশে পেঁয়াজ, পাকিস্তানে টমেটো!

অনলাইন ডেস্ক

বাংলাদেশে যখন পেঁয়াজের পর লবনের দাম বৃদ্ধির গুজব উঠেছে ঠিক সে সময়ে পাকিস্তানে আগুন লেগেছে টমেটোর বাজারে। এত বেশি দাম হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে মানুষ। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয়েছে ব্যঙ্গ বিদ্রুপ।  

টাইমস অব ইন্ডিয়া'র খবর, করাচির বিভিন্ন বাজারে গত সপ্তাহেই টমেটোর দাম কেজি প্রতি তিনশ টাকা ছাড়িয়েছে।

আর আকাশছোঁয়া এই দামের প্রতিবাদে টমেটোর গহনা পরেই বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানের এক তরুণী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর পর থেকেই শুরু হয় তোলপাড়।

পাকিস্তানের টমেটোর এই আকাশ ছোঁয়া দাম নিয়ে সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়েছে।

 

পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়তের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক সাংবাদিক বুম (মাইক্রোফোন) নিয়ে পৌঁছে গেছেন বিয়ে বাড়িতে। সেখানে বিয়ের কনে সোনা-হিরার বদলে পরেছেন টমেটোর গহনা। গলায়, হাতে, কানে, মাথায় পরা সব গহনাই টমেটোর তৈরি।

সাংবাদিক নায়লা ইনায়ত জানান, টমেটোর দাম এখন অনেক বেশি। তাই সোনার বদলে টমেটোর গহনা পরেছেন কনে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)