'লবণের দাম বেশি চাইলেই ফোন দিন'

'লবণের দাম বেশি চাইলেই ফোন দিন'

নিজস্ব প্রতিবেদক

দেশে পর্যাপ্ত লবণের মজুদ থাকার পরও হঠাৎ করেই লবণ নিয়ে কারসাজি শুরু হয়ে গেছে। স্থানভেদে বাজারমূল্যের চেয়ে লবণের দাম দেড় থেকে দুই গুণেরও বেশি রাখছেন বিক্রেতারা।

এই পরিস্থিতিতে গুজব ছড়িয়ে লবণের দাম বাড়ানো মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 'জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র' চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কেউ লবণের দাম বেশি চাইলে মোবাইলে বা ভোক্তা অধিকার অধিদপ্তরের ওয়েবসাইটে নির্ধারিত ফর্মে অভিযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

যে নম্বরগুলোয় ফোন করে অভিযোগ দেওয়া যাবে: ০১৭৭৭-৭৫৩৬৬৮, ০১৬২৪-২৭৬০১২ ও ০২-৫৫০১৩২১৮

এ ব্যাপারে ভোক্তা অধিকার অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার নিউজ টোয়েন্টিফোরকে বলেন, লবণের দাম বৃদ্ধির কোনো কারণ নেই। একটা অসাধু চক্র গুজব ছড়িয়ে অধিক মুনাফা করার চেষ্টা চালাচ্ছে। তাই কেউ লবণের দাম বেশি চাইলে এবং ভাওচার না দিলে আমাদেরকে ফোন করে, মেইলে বা অধিদপ্তরের ওয়েবসাইটে নির্ধারিত ফর্মে অভিযোগ জানাতে পারে। আমরা ব্যবস্থা নেব।

সেক্ষেত্রে লবণ কেনার সময় দোকানীর সঙ্গে কথপোকথনের অডিও বা ভিডিও প্রমাণ হিসেবে রাখার জন্য ক্রেতাদের অনুরোধ করছি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)