চালের দাম বাড়ার কোনো কারণ নেই: খাদ্যমন্ত্রী

চালের দাম বাড়ার কোনো কারণ নেই: খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ১৪ লাখ মেট্রিক টনের বেশি খাদ্য মজুদ আছে। দাম বাড়ার কোনো কারণ নেই। যদি কোনো পাইকারী ব্যবসায়ী খুচরা ব্যবসায়িদের কাছে বেশি দামে বিক্রি করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার সকালে সচিবালয়ে চালকল মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বাজারে চাল সরবরাহের কোন ঘাটতি নেই। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে। কোনো অজুহাতেই দাম বাড়ানো মেনে নেওয়া হবে না।

কেউ অপচেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তদারকির জন্য এরইমধ্যে মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। চালের দাম আর বাড়বে না বরং আগের দামে নিয়ে আসতে হবে। কোনো অজুহাতেই চালের দাম বাড়ানো যাবে না।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল