মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক রাতে
পরিবহন ধর্মঘট

মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক রাতে

নিজস্ব প্রতিবেদক

‘সড়ক পরিবহন আইন-২০১৮’ স্থগিত ও সংশোধনসহ ৯ দফা দাবি আদায়ে ধর্মঘটের ডাক দেওয়া ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি নেতাদের সঙ্গে আজ বুধবার রাতে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাত ৯ টায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল (মঙ্গলবার) রাতে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কিছু নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার মনিপুরী পাড়ার বাসায় মতবিনিময় করেন। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দেশ থেকে নেতারা ঢাকায় আসবেন এবং মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

দুর্ঘটনা ও ট্রাফিক আইন লঙ্ঘনে অধিক শাস্তির বিধান রেখে করা নতুন সড়ক পরিবহন আইন স্থগিত ও সংশোধনসহ ৯ দফা দাবি আদায়ে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)