৪৫ টাকায় পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন

৪৫ টাকায় পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন

সামছুজ্জামান শাহীন, খুলনা থেকে

বাজার নিয়ন্ত্রণে রাখতে খুলনায় বৃহস্পতিবার সকাল থেকে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

নগরীর ৫টি পয়েন্টে একই সাথে ৪৫ টাকা কেজি দরে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে। বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজের কেজি ১৬০ টাকা। সেখানে প্রায় ১১৫ টাকা কমে পেঁয়াজ বিক্রি করায় দীর্ঘ লাইন পড়েছে ট্রাকের সামনে।

টিসিবির আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল মোর্শেদ বলেন, প্রত্যেক গ্রাহক এক কেজি করে পেঁয়াজ পাবেন।

তিনি বলেন, পেঁয়াজের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করছে। নগরীর
টুটপাড়া কবরস্থান মোড়ে, ডিসি অফিসের সামনে, ময়লাপোতা মোড়, নিউ মার্কেট বটতলা ও দৌলতপুর এলাকায় ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। খোলা বাজারে বিক্রির জন্য পর্যাপ্ত পেঁয়াজ আনা হয়েছে।

প্রয়োজনে আরো পেঁয়াজ আনা হবে।

জানা যায়, চলতি সপ্তাহের প্রথম দিকে খুলনার পাইকারি বাজারে ২২০ টাকা ও খুচরা বাজারে ২৭০-২৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়। তবে বাজারে নতুন পেঁয়াজের আমদানি শুরু হলে গত মঙ্গলবার থেকে খুচরা বাজারে পেঁয়াজ ১৬০ টাকা দরে বিক্রি হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)