ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে শতশত নারী পুরুষ

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে শতশত নারী পুরুষ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে শত-শত নারী-পুরুষ ও শিশু। চলতি মাসের ১ তারিখ থেকে ২১ তারিখ পযর্ন্ত অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি একশত ৬০জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে মহেশপুর থানায় সোর্পদ করেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে বিনা পাসপোর্টে মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আটকৃতদের বিরুদ্ধে বিজিবি এজাহার দিয়েছে।

এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।  

জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুলুলী, খোসালপুর, বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও শ্যামকুড় সীমান্ত দিয়ে প্রতিদিন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসছে শত-শত নারী-পুরুষ। সীমান্তে ৭০ কিলোমিটার এর মধ্যে ১০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া নেই।

যার ফলে চলতি মাসের ১ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাতে আটক হয়েছেন একশত ৬০জন।

যাদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের। ভারতের আসাম ও বেঙ্গালুরসহ বিভিন্ন এলাকায় বসবাস করা এ মানুষগুলোকে ভারতের নাগরিক পঞ্জির (এনআরসি) অন্তর্ভুক্ত করা হয়নি।

যে কারণে ভারত সরকারের একটি সরকারি বাহিনীর চাপে তাদের দেশ ছাড়তে হচ্ছে বলে অভিযোগ তাদের।

অনুপ্রবেশকারীরা বলছেন, ভারতের একটি সরকারি বাহিনীর চাপে ভারত ছেড়ে বাংলাদেশে আসতে বাধ্য হচ্ছেন তারা।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল