বাগেরহাটে অধিক দামে লবণ বিক্রি দায়ে জরিমানা

বাগেরহাটে অধিক দামে লবণ বিক্রি দায়ে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাজারে লবনের সংকটের গুজবে বাগেরহাট জেলা সদরসহ ৯টি উপজেলার সকল বাজার ঘাটে মঙ্গলবার বিকেল থেকে লবণ কেনার হিড়িক পড়ে যায়।

সাধারণ মানুষ লবণ কিনতে ছুটতে থাকে বাজারে। লোকজন বস্তা-বস্তা লবন কিনে বাড়ি ফিরতে শুরু করে। কোন-কোন দোকানদাররা এই সুযোগে অধিক দামে লবণ বেচতে শুরু করে দেয়।

দোকানগুলো মুহূর্তে লবণ শূন্য হয়ে যায়। লবণ নিয়ে গুজব ও লোকজনের বস্তা-বস্তা লবণ কেনার খবর পেয়ে জেলা ও উপজেলা প্রশাসন তৎপর হয়ে উঠে।

মঙ্গলবার সন্ধ্যায় অধিক দামে লবণ বিক্রি করায় বাগেরহাট শহরে খোকন সাহা ও মোরেলগঞ্জ উপজেলা সদরে বাবুল সাহা ও খোকন শেখ নামে তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করে ভ্রম্যমান আদালত।

একই সময় অতিরিক্ত মূল্যে লবণ কেনা বেচার অপরাধে একজন ক্রেতা ও ব্যবসায়ীকে বাজার থেকে আটক করে পুলিশ।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, বাগেরহাটে কোথাও লবণের কোন সংকট নেই। ব্যবসায়ীরা যাতে নির্ধারিত দামে লবণ বিক্রি করে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘন্টা বাজার মনিটরিং করা হচ্ছে। নিত্যপণ্য নিয়ে কেই গুজব ছড়ালে বা অধিক দামে বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল