ময়মনসিংহের ফুলপুরে ভুয়া কবিরাজ আটক

ময়মনসিংহের ফুলপুরে ভুয়া কবিরাজ আটক

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ফুলপুরে কামাল হোসেন (৩২) নামে এক ভুয়া কবিরাজকে আটক করেছে ডিবি পুলিশ। উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের হরিরামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রকৃতপক্ষে পেশায় সে একজন রিক্সাচালক।  

জানা য়ায়, প্রায় ১৫ বছর ধরে কামাল 'হেকিমী দাওয়াখানা' সাইন বোর্ড টানিয়ে ভুয়া ডিগ্রি ব্যবহার করে কিছু দালাল ব্যবহার করে রোগী সংগ্রহ করে অর্শ্ব, গেজ ও ভগন্দরসহ নানা রোগের চিকিৎসা দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল সে।

পরে প্রতারণার শিকার শিববাড়ি গ্রামের ভুক্তভোগী মিয়া হোসেন ময়মনসিংহ পুলিশ সুপার বরাবরে অভিযোগ ও ফুলপুর থানায় মামলা (নং ১৭) দায়ের করায়  ময়মনসিংহ পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিপিএম (বার)'র নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দের পরিকল্পনায় এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালালে ধরা পড়ে সেই ভুয়া কবিরাজ।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ