ভারতের বিচারপতি হলেন মাত্র ২১ বছর বয়সেই!

পরিবারের সাথে মায়াং প্রতাপ সিং

ভারতের বিচারপতি হলেন মাত্র ২১ বছর বয়সেই!

অনলাইন ডেস্ক

জয়পুরের বাসিন্দা মায়াংক প্রতাপ সিং ভারতের সবচেয়ে তরুণ বিচারপতির খেতাব পেতে চলেছেন। মায়াংক মাত্র ২১ বছর বয়সেই বিচারপতি হতে চলেছেন। রাজস্থানের বিচারবিভাগের পরীক্ষায় প্রথম চেষ্টাতেই উত্তীর্ণ হয়ে ইতিহাস সৃষ্টি করে ফেলেছেন।

রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে গত এপ্রিলে পাঁচ বছরের এলএলবি কোর্স শেষ করে বের হন এই তরুণ।

তারপর রাজস্থানের বিচারবিভাগের পরীক্ষায় প্রথম
প্রচেষ্টাতেই ছক্কা। এক ধাক্কাতেই এ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

মায়াংক জানান, বিচারকের চাকরি করার ইচ্ছা তার বরাবরই। সে কারণে এলএলবি শেষ হতেই বিচারবিভাগের পরীক্ষায় বসে যান তিনি।

সেই স্বপ্ন শুধু যে সফল হচ্ছে তা নয়, পাশাপাশি ইতিহাসেও নিজের নাম লিখিয়ে নিচ্ছেনএই তরুণ।

রাজস্থান হাইকোর্ট বিচার বিভাগের পরীক্ষায় বসার ন্যূনতম বয়স ২৩ থেকে কমিয়ে ২১ করা হয় চলতি বছরেই। দুবছরের প্রোবেশন পিরিয়ড শেষ করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ শুরু করবেন মায়াংক।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ