শূন্য পেয়েও ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার জ্যোতিপদার্থবিদ্যার গবেষক!

শূন্য পেয়েও ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার জ্যোতিপদার্থবিদ্যার গবেষক!

অনলাইন ডেস্ক

টুইটারে লিখেছিলেন চার বছর আগের ব্যর্থতার কথা। হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন। কিন্তু সেই তিনিই আজ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন।  

২৬ বছর বয়সি সারাফিনা ন্যান্সের এই টুইটটি ভাইরাল হয়ে যায় নিমেষেই।

তিনি এখন বার্কলে-র ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার জ্যোতিপদার্থবিদ্যার গবেষক। ৫৭ হাজার লাইক, ১০ হাজারেরও বেশি রিটুইট মাত্র একদিনেই। বিশ্বের নামজাদা প্রযুক্তিবিদ-বিজ্ঞানীরা সারাফিনার সাফল্যে মুগ্ধতা প্রকাশ করেছেন, যাদের মধ্যে অন্যতম হলেম গুগলের সিইও সুন্দর পিচাই।  

সারাফিনা তার টুইটে লিখেছিলেন, ‘চার বছর আগে কোয়ান্টাম পদার্থবিদ্যায় ০ পেয়েছিলাম।

শিক্ষকের সঙ্গে দেখা করে জানিয়েছিলাম, বোধ হয় পদ্যার্থবিদ্যা ছেড়ে অন্য বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত আমার। আজ সেই আমি জ্যোতির্পদার্থবিদ্যার একটি শীর্ষস্থানীয় পিএইচডি প্রোগ্রামের অংশ। প্রকাশিত হয়েছে দু’টি গবেষণাপত্রও। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও অঙ্ক সবার কাছেই কঠিন — পরীক্ষায় কত পেলে তা দিয়ে যাচাই করা যায় না যে তুমি সেই বিষয়ে ভালো নও। ’ 

জবাবে পিচাই মন্তব্য করেন, ‘দারুণ বলেছেন। অনুপ্রেরণা দেওয়ার মতো। ’ সারাফিনা তার টুইটারে শুধু এই লড়াইটুকুর কথাই লিখেছিলেন । পরে জানা যায়, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সেই যুদ্ধও জয় হয় তার।  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ