ইরাকে অব্যাহত বিক্ষোভ, নিহত ৪

ইরাকে অব্যাহত বিক্ষোভ, নিহত ৪

অনলাইন ডেস্ক

সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে ইরাকে। শুক্রবার দেশটির রাজধানী বাগদাদে বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ৪ বিক্ষোভকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে এ তথ্য জানা যায়।

 

জানা গেছে, বাগদাদ ছাড়াও শুক্রবার বসরা শহরের কাছে মূল বন্দর  বিক্ষোভকারীরা অবরোধ করে রাখেন। তাদের সরিয়ে দিতে এ সময় বলপ্রয়োগ করা হয়েছে।  

গতকাল শুক্রবার বাগদাদের কেন্দ্রীয় সেতুর ওপর জড়ো হয়ে থাকা বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলিবর্ষণ করে। ফলে দুই জন গুলিবিদ্ধ হয়ে এবং সরাসরি মাথায় টিয়ারগ্যাসের কৌটার আঘাতে নিহত হন অপর দুজন।

এছাড়া আরও কমপক্ষে ৬১ জন আহত হয়েছেন।  

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর নিম্নমানের সরকারি পরিষেবা, কর্মসংস্থানের সংকট এবং দুর্নীতির অভিযোগ এনে বাগদাদের রাস্তায় নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে যখন নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হয়। যার ফলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে।  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ