হঠাৎ নদী ভাঙ্গন, রাতের আঁধারে বিলিন বাড়িঘর

হঠাৎ নদী ভাঙ্গন, রাতের আঁধারে বিলিন বাড়িঘর

বেলাল রিজভী, মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকায় হঠাৎ করে শুরু হয়েছে কুমার নদী ভাঙ্গন। রাতের আঁধারে বিলিন হয়ে গেছে বেশকিছু বসত বাড়ি। যেকোনো সময় নদী ভাঙ্গনে বিলিন হয়ে যেতে পারে শহর। এতে আতঙ্কিত হয়ে পড়ছে

শহরবাসী।

স্থানীয়রা শহর রক্ষার জন্য বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে।

প্রশাসন বলছে জরুরি ভিত্তিতে ভাঙ্গন ঠেকাতে উদ্যোগ নেওয়া হবে। শুক্রবার রাতে হঠাৎ করেই মাদারীপুর শহরের পাঠককান্দি থেকে মিলগেট পর্যন্ত ২ কিলোমিটার এলাকায় শুরু হয়েছে নদী ভাঙ্গন। রাতের আঁধারে বিলিন হয়েছে
শহরের বেশ কিছু পাকা বসত বাড়ি।

তিন শতাধিক পরিবার বর্তমানে চরম আতঙ্গের মাঝে দিন কাটাচ্ছে। স্থানীয়দের দাবি নদী থেকে বালু উত্তোলনের কারণেই অসময়ে শুরু হয়েছে নদী ভাঙ্গন। নদী ভঙ্গনের কারণে হুমকির মুখে
পড়েছে মাদারীপুর শহর।

স্থানীয় বাসিন্দা শহিদুল কবির খোকন বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে বিলিন হয়ে যেতে পারে মাদারীপুর শহরের একাংশ। তাই দ্রুত নদী ভাঙ্গন রোধে সরকার ব্যবস্থা নেবে এমনটাই দাবি আমাদের।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, দ্রুত সময়ে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর