'যুবলীগের মতো আ. লীগেও পরিচ্ছন্ন নেতৃত্ব আসতে পারে'

'যুবলীগের মতো আ. লীগেও পরিচ্ছন্ন নেতৃত্ব আসতে পারে'

অনলাইন ডেস্ক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সম্মেলনের মাধ্যমে যুবলীগের কমিটি পরিচ্ছন্ন ও চমৎকার হয়েছে। আসন্ন আওয়ামী লীগের সম্মেলনেও যুবলীগের মতো পরিচ্ছন্ন নেতৃত্ব আসতে পারে। তবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চূড়ান্তভাবে এটা বলতে পারবেন।

সচিবালয়ে ওমানের রাষ্ট্রদূত তাঈদ সেলিম আব্দুল্লাহ আল আলাউইকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তানের হাতে যুবলীগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি সুশিক্ষিত ও মার্জিত একজন মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।

দীর্ঘদিন ব্রাক বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়িয়েছেন তিনি।

যুবলীগের নতুন সাধারণ সম্পাদক সম্পর্কে তিনি বলেন, তিনিও অত্যন্ত ভদ্র। যুবলীগের অনেকের বিরুদ্ধে নানা প্রশ্ন দেখা দিলেও তাকে নিয়ে বিন্দুমাত্র কোনো প্রশ্ন ওঠেনি। সুতরাং এ দুজনকে নেতৃত্বে দেয়ার বিষয়ে যুবলীগের একটি নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। যুব সমাজের একটি গাইডলাইন হিসেবে আগামী দিনগুলোতে কাজ করবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল