শিশুর ওপর পড়ল বরফের ভাস্কর্য

শিশুর ওপর পড়ল বরফের ভাস্কর্য

অনলাইন ডেস্ক

বড়দিনের বাজারে এসে বরফের ভাস্কর্যের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক শিশুর। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইউরোপের ছোট্ট দেশ লুক্সেমবার্গে।  

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, বড়দিন উপলক্ষে আয়োজিত ‘ক্রিসমাস বাজারে’ এসে গতকাল রোববার বরফের ভাস্কর্যের নিচে চাপা পড়ে একটি শিশু। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শীতপ্রধান দেশগুলোতে খুবই জনপ্রিয় বরফ দিয়ে তৈরি ভাস্কর্য। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের আগে আগে ইউরোপের বিভিন্ন দেশে এই নিয়ে উৎসবের আয়োজন হয়। এমন আয়োজনে শিশুরা সবসময় উৎসাহী হয়।  

লুক্সেমবার্গের রাজধানী লুক্সেমবার্গ সিটিতেও বড়দিন উপলক্ষে বাজার বসেছে।

এ বাজারে এমন ধরনের ভাস্কর্যও তৈরি করা হয়েছে। তবে শিশুটির ওপর কিভাবে এই ভাস্কর্য ভেঙে পড়েছিল সেটা জানা যায়নি।

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে দেখা যায়, গতকাল স্থানীয় সময় রাত ৮টার দিকে ভাস্কর্যটি হঠাৎ ভেঙে শিশুটির গায়ের ওপর পড়ে যায়। এতে শিশুটি মারাত্মক আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ