কাশ্মীর ইস্যুতে আরও কড়া অবস্থান ভারতের

কাশ্মীর ইস্যুতে আরও কড়া অবস্থান ভারতের

৩ বাহিনীর স্পেশাল ফোর্স মোতায়েন
অনলাইন ডেস্ক

ভারত সরকার কাশ্মীরে সেনা, নৌ ও বিমান বাহিনীর স্পেশাল ফোর্স মোতায়েন করেছে। এসব বাহিনী যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেবে।

শ্রীনগরের কাছে সন্ত্রাসীদের আখড়া বলে পরিচিত এমন এলাকায় এরই মধ্যে তিন বাহিনীর স্পেশাল ফোর্স কাজ শুরু করে দিয়েছে। জানা গেছে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নবগঠিত ‘সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান বিভাগের’ অধীনে সেনাবাহিনীর প্যারা (স্পেশাল ফোর্সেস), নৌবাহিনীর মেরিন কমান্ডোস (মারকোস) ও বিমানবাহিনীর গার্ডস নামের তিন বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

ভারত সরকার এবারই প্রথম এই তিনটি স্পেশাল সার্ভিসকে যৌথভাবে মোতায়েন করল। উল্লেখ্য, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর নানা ভাবে কাশ্মীরকে অশান্ত করে তোলার চেষ্টা চালিয়ে আসছে জঙ্গিরা। সেই উদ্বেগ থেকেই ভারত সরকার সেখানে আরও কড়া অবস্থানে যেতে বাধ্য হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ