ফরিদপুরে এক সাধুসহ দুজনের আত্মহত্যা

ফরিদপুরে এক সাধুসহ দুজনের আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি

অন্যায়ের প্রতিবাদ এবং নানা অবিচার সইতে না পেরে ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনের এক সাধু আত্মহত্যা করেছেন। তার নাম বন্ধু সেবক ব্রহ্মচারী। আজ সোমবার ভোরের দিকে তিনি শ্রীঅঙ্গনের নিজ কক্ষের ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে আঙ্গিনার অভ্যন্তরে ঘটে যাওয়া নানা অনিয়ম নিয়ে প্রতিবাদ করে একটি পোস্ট দেন।

এতে তিনি উল্লেখ করেন, আঙ্গিনার অভ্যন্তরে নানা অনিয়ম এবং তাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এ নিয়ে গত তিনদিন ধরে শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারীর সঙ্গে তার বিরোধ চলে আসছিল বলে পোস্টে তিনি উল্লেখ করেন। এরই জের ধরে তিনি আত্মহত্যা করেন বলে পোস্টে লিখেন ওই সাধু।

সকালে সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

অপরদিকে, ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত প্রভাতী প্রাইভেট হাসপাতালের ৪র্থ তলার একটি রুমে ওটি সহকারী এসএম সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন।  

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।   

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল