সুনামগঞ্জে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত ১

সুনামগঞ্জে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে কথিত 'বন্দুকযুদ্ধে' একজন নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম লক্ষন্ধর আলী লিপসন। পুলিশের দাবি সে ডাকাত দলের সদস্য। সে ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর গ্রামের কলমধর আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার ভোরে আটক ১২ টি ডাকাতি মামলা আসামি লক্ষন্যধর আলী লিপসনের স্বীকারোক্তি মতে তাকে নিয়ে অস্ত্র উদ্বারে বের হলে ছাতক শহরের কাছে বোকার ভাঙা ব্রিজের কাছে গেলে হঠাৎ তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

পুলিশ অতর্কিত ও হামলায় অপ্রস্থুত থাকায় আসামি লিপসন পালানো চেষ্টা করে। আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা ও তার সহযোগীদের গুলিতে আত্মরক্ষার রক্ষার জন্য পুলিশও গুলি ছুঁড়ে। এতে উভয় পক্ষের 'বন্ধুকযুদ্ধে' ডাকাত সদস্য আটক আসামি লক্ষনধর আলী লিপসন নিহত হয়।

তাদের গুলিতে ৬ পুলিশ সদস্যও আহত হয়েছে।  

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, নিহত লিপসন ডাকাত দলের সদস্য তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ছাড়িয়ে নিতে তার সহযোগীরা গুলি চালায়। তাদের গুলিতে পুলিশ সদস্যও আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল