পায়ে ২০টি, হাতে ১২টি আঙুল তার

পায়ে ২০টি, হাতে ১২টি আঙুল তার

অনলাইন ডেস্ক

গ্রামবাসী তাকে ডাকে ডাইনি বলে। কারণ পায়ে ২০টি এবং হাতে ১২টি আঙুল। ভারতের ওড়িষার গঞ্জাম জেলার ৬৩ বছর বয়সী নায়ক কুমারীর কথা বলছি।

চিকিৎসাশাস্ত্রে এ রোগটিকে বলা হয় পলিড্যাকটিলি।

এনডিটিভির খবরে প্রকাশ, অতি দারিদ্র্যে, অর্থাভাবে এর চিকিৎসা করে সম্ভব হয়নি নায়ক কুমারীল। তার জেরে গ্রামবাসীদের চোখে তিনি ডাইনি!

গ্রামবাসীদের নিত্য গঞ্জনা শুনতে শুনতে নিজের জীবনের ওপর বীতশ্রদ্ধ নায়ক কুমারীর।  

তিনি জানান, তার জন্মের জন্য তো তিনি দায়ী নন! আজন্ম তিনি এ রকমই, অস্বাভাবিক। প্রকৃতির খেয়ালে এবং অর্থাভাবে তিনি নিজের বিকৃত শরীর স্বাভাবিক করতে কোনো ব্যবস্থাও নিতে পারেননি।

এজন্য তাকে এভাবে ডাইনি অপবাদ শুনতে হবে!

তিনি আরও জানিয়েছেন, নিজেকে সবার চোখের আড়ালে রাখতে তাই বেশির ভাগ সময় গৃহবন্দি থাকেন তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর