ইন্ডাস্ট্রিতে মেয়েরা পুরুষতন্ত্রের শিকার

ইন্ডাস্ট্রিতে মেয়েরা পুরুষতন্ত্রের শিকার

অনলাইন ডেস্ক

নিজের মতামত বরাবরই স্পষ্ট করে বলতে জানেন অভিনেত্রী তাপসি পান্নু। সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোয়ে এসে অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তাপসি ছবি নির্বাচনের ক্ষেত্রেও বেশ ব্যতিক্রমী। কিন্তু এমনও হয়েছে অনেক সময়, একটি ছবিতে নায়ক যত টাকা পারিশ্রমিক হিসেবে পান তার মাত্র ৫ থেকে ১০ শতাংশ পারিশ্রমিক হিসেবে পেয়েছেন তিনি।

কাজের জন্য যথাযথ স্বীকৃতি না পাওয়া ও নায়কের সঙ্গে পারিশ্রমিকের এমন পার্থক্যে বেশ বিরক্তও হয়েছেন বলে জানান তাপসি।

তপসি নেহার পোডকাস্ট নো ফিল্টার নেহা-য় জানান, 'নায়ক যে পরিমাণ পারিশ্রমিক পান তার ৫ থেকে ১০ শতাংশ পেলে খারাপ লাগাই তো স্বাভাবিক। ছবিটি সফল হলে হয়তো পরের ছবিতে বেশি পারিশ্রমিক পাবো। এভাবেই হয়তো একসময় নায়কের পারিশ্রমিকের কাছাকাছি আমি পৌঁছবো।

কিন্তু এই নিয়মটা খুব খারাপ। শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে নয়, অন্যান্য ইন্ডাস্ট্রিতেও। আমরা এখানে তাই আমদের এখানেরটাই বেশি চোখে পড়ে। আর সেজন্যই এই লড়াই। লিঙ্গের সাম্য আনার জন্যই এই লড়াই। সবার জন্যই যেন নিয়ম এক হয়। আমি কাউকে ছাপিয়ে যাওয়ার কথা বলছি না। আমি সাম্যের কথা বলছি। '

আর এই কারণেই নারীকেন্দ্রিক ছবি বেশি করছেন তিনি। সম্প্রতি তাপসি পান্নু ও ভূমি পেডনেকর অভিনীত 'সান্ড কি আঁখ' মুক্তি পেয়েছে। এই ছবি নিয়ে বেশ আশাবাদী তাপসি। তপসি এই বিষয়ে জানিয়েছেন, 'আমি আশা করছি 'সান্ড কি আঁখ' ছবিতে আমরা যে প্রতিক্রিয়া পাচ্ছি তাতে চিত্র কিছুটা বদলাবে। এই দীপাবলিতে কিন্তু নারীকেন্দ্রিক কোনও ছবি মুক্তি পায়নি। শেষ কবে মুক্তি পেয়েছিল সেটাও আমার মনে নেই। এই সময়টায় লড়াই চলে দুজন জনপ্রিয় নায়কের মধ্যেই। '

এমনকি ছবি মুক্তির ক্ষেত্রেও লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয় বলে জানিয়েছেন তাপসি। এ অভিনেত্রী বলছেন, 'যে সপ্তাহগুলিতে কোনও ছবি মুক্তির কথা থাকে না, তখন  নারীকেন্দ্রিক ছবিগুলোকে মুক্তি  দেওয়া হয়। আমি মজা করে বলছি না। যে সপ্তাহগুলোতে সত্যিই কোনও কিছু থাকে না তখনই মুক্তি পায় আমাদের ছবি। এতে সত্যিই খারাপ লাগে। কারণ আমরাও একই পরিমাণ পরিশ্রম করি। শুধুমাত্র নারীকেন্দ্রিক ছবি বলেই কি এটা হচ্ছে?'

'বদলা' ছবির প্রসঙ্গেও তপসি বলেন, ' 'বদলা' ছবিতে অমিতাভ বচ্চনের থেকেও আমায় অনেক বেশি দিন ছবির শ্যুটিং করতে হয়েছে। উনি হিরো ছিলেন আর আমি অ্যান্টাগনিস্ট। কিন্তু আমার অংশই বেশি ছিল ছবিতে। প্রথমে এই ছবিকে অমিতাভ বচ্চনের ছবিই বলেই চালানো হচ্ছিল। কিন্তু আমিও একই রকম পরিশ্রম দিয়েছিলাম ছবিটার পিছনে। আর এ নিয়ে আমি প্রশ্ন তোলার পরেই আমায় নিয়ে কথাবার্তা শুরু হয় হয়। কারণ এই ইন্ডাস্ট্রি পুরুষতন্ত্রে ভরা। '

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ