বাতাসে গ্রীনহাউজ গ্যাসের উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে গেছে

বাতাসে গ্রীনহাউজ গ্যাসের উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে গেছে

অনলাইন ডেস্ক

আগের বছরের তুলনায় রেকর্ড ছাড়িয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রীনহাউজ গ্যাসের উপস্থিতি। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ গত এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়াও বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে যেসব গ্যাস- মিথেন এবং নাইট্রাস অক্সাইডের পরিমাণও আগের তুলনায় বেড়ে গেছে।

গবেষকদের মতে, ২০১৮ সালে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব প্রতি মিলিয়ন (পিপিএম)  ৪০৭.৮-এ পৌঁছেছে।

সেটা কিনা এক বছর আগে ছিল ৪০৫.৫ পিপিএম। এই বৃদ্ধি গত ১০ বছরের গড় পরিমাণের তুলনায় বেশি এবং ১৭৫০ সালের প্রাক-শিল্প সময়কার তুলনায় ১৪৭ শতাংশ বেশি।

বায়ুমণ্ডলে মিথেন এবং নাইট্রাস অক্সাইডসহ অন্যান্য উষ্ণতর গ্যাসের ঘনত্বও রেকর্ড পরিমাণ বেড়েছে। মিথেন গ্যাসের উপস্থিতি প্রাক-শিল্প স্তরের তুলনায় ২৬৯ শতাংশ এবং নাইট্রাস অক্সাইডের উপস্থিতি ১২৩ শতাংশ বেড়েছে।

বায়ুমণ্ডলে এসকল গ্যাসের ক্রমবর্ধমান বৃদ্ধিকে উদ্বেগজনক হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। কারণ ১৯৯০ সালের পর গ্রীনহাউস গ্যাসের ফলে বায়ুমণ্ডলের উষ্ণায়ন বেড়েছে ৪৩ শতাংশ।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ