আইএসের টুপিসহ আদালতে আসামি
হলি আর্টিজেন মামলা

আইএসের টুপিসহ আদালতে আসামি

তদন্তের ঘোষণা আইনমন্ত্রীর
অনলাইন ডেস্ক

হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার রায়ে সরকার সন্তুষ্ট। এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া আইএসের টুপিসহ আসামির আদালতে প্রবেশের ঘটনাটি তদন্ত করা হবে বলে ঘোষণা করেন আইনমন্ত্রী।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানানোর সময় এ কথা জানান তিনি।

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে হলি আর্টিজান মামলাটির রায় ঘোষণার পরপরই এ প্রতিক্রিয়া জানান তিনি। এক প্রশ্নের জবাবে আইএসের প্রতীক সম্বলিত টুপি পরে আসামির আদালতে যাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, 'এ প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে এ ব্যাপারটার অবশ্যই তদন্ত হওয়া উচিত। তদন্ত যেন হয় এ ব্যাপারে প্রেস কনফারেন্স শেষ করেই কথা বলবো আমি।
আমি সরকারের পক্ষ থেকে বলছি, আমরা এ রায়ে সন্তুষ্ট। ' আইনমন্ত্রী আরও বলেন, 'এরকম চাঞ্চল্যকর এবং যেসব মামলা দেশের শেকড়ে গিয়ে ধাক্কা দেয়, সেসব ঘটনার বিচার দ্রুত শেষ করতে পারছি, এটাও সন্তুষ্টির বড় কারণ। '

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ