খালেদার জামিন শুনানি আজ

খালেদার জামিন শুনানি আজ

অনলাইন ডেস্ক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিনের আবেদনের ওপর আজ বৃহস্পতিবার আপিল বিভাগে শুনানি। খালেদার মামলার শুনানি উপলক্ষে আজ সুপ্রিম কোর্টে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হবে।

আজ সকাল থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুপ্রিম কোর্টের মাজার গেটসহ সব গেইটে জনসাধারণকে তল্লাশি ও পরিচয়পত্র চেক করছে।

আইনজীবী সমিতি ভবনের প্রবেশ পথে ও আইনজীবী সমিতি ভবন থেকে সুপ্রিম কোর্টের মূল ভবনের প্রবেশ পথেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে আপিল বিভাগের খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকার আট নম্বরে রয়েছে।

গত ২৫ নভেম্বর জামিন আবেদনের শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ২৮ নভেম্বর দিন ঠিক করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বছর ২৯ অক্টোবর খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ

এই রকম আরও টপিক