‘রাতে অক্সিজেন তৈরি করে গাছ’, ট্রোলড হলেন ইমরান

‘রাতে অক্সিজেন তৈরি করে গাছ’, ট্রোলড হলেন ইমরান

অনলাইন ডেস্ক

'রাতের বেলা অক্সিজেন তৈরি করে গাছ'- সম্প্রতি এমন বক্তব্য দিয়ে নেতের জগতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার নিজের টুইটার হ্যান্ডল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়ত। সেই ভিডিও আপলোড করে তিনি লিখেছেন, ‘রাতে অক্সিজেন তৈরি করে গাছ: আইনস্টাইন খান’।  

১৫ সেকেন্ডের সেই ভিডিওতে ইমরান খানকে বলতে শোনা যায়, 'গত ১০ বছরে প্রায় ৭০ শতাংশ জঙ্গল কেটে ফেলা হয়েছে।

এর প্রভাবের মুখোমুখি আমাদের হতে হবে। কারণ, বাতাসকে পরিশুদ্ধ করে গাছ। রাতের বেলা অক্সিজেন তৈরি করে গাছ। কার্বন ডাই অক্সাইডও শোষণ করে।
' ইমারান খানের এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র সমালোচনা শুরু করে দিয়েছেন নেটিজেনরা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিজ্ঞান বিষয়ে ঠিক কতটুকু জ্ঞান আছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার ইমরানকে স্কুলে ফিরে যেতে অনুরোধ করেছেন। এমনকি এক দল নেটিজেন, ইমরানকে নোবেল দেওয়ারও দাবি তুলেছেন!

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন তৈরি করে গাছ। তবে এই প্রক্রিয়া ঘটে দিনের বেলায়, সূর্যালোকে। সূর্য ছাড়া সালোকসংশ্লেষণ সম্ভব নয়। রাতে সালোকসংশ্লেষ প্রক্রিয়া অসম্ভব ব্যাপার।  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ