ইমরান তুরস্কের কূটনৈতিক নীতি অনুসরণ করতে চান

ইমরান তুরস্কের কূটনৈতিক নীতি অনুসরণ করতে চান

অনলাইন ডেস্ক

তুরস্কের আন্তর্জাতিক কূটনৈতিক নীতির প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রদূতকে আঙ্কারার কূটনৈতিক নীতি অনুসরণ করতে বলেছেন তিনি। আফ্রিকাতে দেশটির রাষ্ট্রদূতের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন তিনি। এতে তিনি গত ১৮ বছরে তুরস্কের অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সাফল্যকে গুরুত্ব দেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইমরান খান বলেছিলেন, রিসেপ তাইয়্যিপ এরদোগান ক্ষমতায় আসার পরে তুর্কিদের মানসিকতার পরিবর্তন ঘটেছে। তুরস্ক গত ১৭-১৮ বছরে তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এর বাণিজ্য আরও এগিয়েছে ও দেশ নিজেই প্রাণবন্ত হয়ে উঠেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাক প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণে ইসলামাবাদ আফ্রিকাতে ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে কূটনৈতিক সুফল পেতে ব্যর্থ হয়েছে।

ফলে আফ্রিকার বিনিয়োগকারী দেশগুলোর সঙ্গে যোগদানের পরিকল্পনা করছে পাকিস্তান। আঙ্কারা ইতিমধ্যে আফ্রিকার দেশগুলো ও পুরো মহাদেশের সঙ্গে বাণিজ্যিক এবং ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর জন্য 'আফ্রিকা উদ্যোগ' অনুসরণ করতে শুরু করেছে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ