কুমিল্লায় পুলিশের দাবি 'বন্দুকযুদ্ধে' ডাকাত সর্দার নিহত

কুমিল্লায় পুলিশের দাবি 'বন্দুকযুদ্ধে' ডাকাত সর্দার নিহত

অনলাইন ডেস্ক

কুমিল্লার চান্দিনা উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম দেলোয়ার হোসেন দেলু (৩৬)। শনিবার রাত পৌনে ৩টায় চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর সীমানার তুলাতলী কড়াইগাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত দেলু ডাকাত দলের সর্দার।

তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ সাতটি মামলা রয়েছে। নিহত দেলু চান্দিনা উপজেলার ফতেহপুর গ্রামের আবদুল বারেক মিয়ার ছেলে। এ ঘটনায় ওসিসহ পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন বলেও পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, তিনটি ছেনি, একটি দরজা ভাঙার শাবল ও একটি তালা ভাঙার শাবল উদ্ধার করেছে পুলিশ।

চান্দিনা থানার এসআই গিয়াস উদ্দিন জানান, রাতে উপজেলার তুলাতলী গ্রামের একটি বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ডাকতদল তুলাতলী-শ্রীমন্তপুর ও এতবারপুর সীমানায় সংঘবদ্ধ হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ।

ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে ২৫ রাউন্ড গুলি ছুড়ে। এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত সর্দার দেলুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।

দেলুকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল