চাঁপাইনবাবগঞ্জে পেট্রোল পাম্প ধর্মঘট চলছে

চাঁপাইনবাবগঞ্জে পেট্রোল পাম্প ধর্মঘট চলছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনাবগঞ্জে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে জ্বালানী তেল দেয়া হলেও তারপর থেকে শুরু হয়েছে ধর্মঘট। একে একে বন্ধ করে দেয়া হয়েছে জেলার সবগুলো পেট্রোল পাম্প।

সকাল সাড়ে ৬টার পর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি নিতে এসে ঘুরে যেতে দেখা যায় অনেককেই। এ সময় তারা তারা জানান, ধর্মঘটের খবর আগে জানতে পারেননি।

জ্বালানি না পেলে তারা সমস্যায় পড়বেন বলেও জানান। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন যাত্রীবাহী ছোট যানবাহনের চালকরা। তারা বলছেন, জ্বালানি না পেলে তাদের আয় বন্ধ হয়ে যাবে। পরিবার নিয়ে অনাহার-অর্ধাহারে দিন কাটাতে হবে।

শহরের একটি পেট্রোল পাম্পের ম্যানেজার জানান, কমিশন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট ডাকে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

এই কর্মসূচির কারণেই বন্ধ রাখা হয়েছে পেট্রোল পাম্প। মালিকদের নির্দেশ ধর্মঘট প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনোভাবেই কাউকে যেনো তেল না দেয়া হয়।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল