রায় নিয়ে দিয়ার মায়ের প্রতিক্রিয়া

রায় নিয়ে দিয়ার মায়ের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক

দুই চালকের রেষারেষিতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের মামলার রায়ে খুশি হয়েছেন দুর্ঘটনায় নিহত দিয়া খানম মিমের মা রোকসানা বেগম। বলেছেন, এ রায়ে আশা করি দিয়ার আত্মা শান্তি পাবে।  

রোববার বিকেলে নিজ বাসায় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, রায়ে খুশি হয়েছি, কিন্তু মেয়েকে তো আর ফিরে পাব না। এই রায়ে আশা করি দিয়ার আত্মা শান্তি পাবে।

দিয়ার বড় বোন রোকেয়া খানম রিয়াও কান্নাজড়িত কণ্ঠে বলেন, রায়ে খুশি হয়েছি। আমার আপুর আত্মা শান্তি পাবে।

এর আগে বাসাচাপায় দিয়া-রাজিব নিহতের মামলায় দুই চালক ও পলাতক এক হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

খালাস দেওয়া হয় বাস মালিক জাহাঙ্গীর ও হেলপার এনায়েত হোসেনকে।

২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে বাসচাপায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)। এ ঘটনার পর সারাদেশে বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। দুর্ঘটনার দিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)