‘নারীরা পুরুষের চেয়েও বেশি সাফল্য দেখাতে পারে’

‘নারীরা পুরুষের চেয়েও বেশি সাফল্য দেখাতে পারে’

অনলাইন ডেস্ক

কূটনৈতিক ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়েও বেশি সাফল্য দেখাতে পারে বলে জানিয়েছেন ইরানের দ্বিতীয় নারী রাষ্ট্রদূত হুমায়রা রিগি।

ব্রুনাইয়ে রাষ্ট্রদূত হিসেবে প্রায় আট মাস দায়িত্ব পালনের পর বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

হুমায়রা রিগি হচ্ছেন ইরানের সুন্নি মাজহাবের একজন কূটনীতিক। তিনি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের বাসিন্দা এবং বালুচ সম্প্রদায়ের মানুষ।

হুমায়রা রিগি এর আগে ইরানের একটি শহরের গভর্নরের দায়িত্বও পালন করেছেন।

হুমায়রা রিগি বলেন, রাষ্টদূত পদটি কেবল পুরুষদের জন্যই উপযুক্ত তা বলা ঠিক নয়। কারণ নারীদের জন্মগত কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তাকে আরও সুচারুভাবে কাজ করতে সহযোগিতা করে।

তিনি আরও বলেন, আমি কয়েক মাস ধরে দায়িত্ব পালনের সময় অনেক সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি।

ইরান সরকার ও ইরানি জনগণের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে সেগুলোকে নস্যাৎ করতে সক্ষম হয়েছি।

নারীরা কূটনৈতিক পরিবেশকে আরও সৌন্দর্য্যমন্ডিত করে তুলতে পারে বলে তিনি মন্তব্য করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)