দেড় টন অস্ত্র নিয়ে ৩৫০০ কি.মি. যায় ভারতের ‘অগ্নি-৩’

দেড় টন অস্ত্র নিয়ে ৩৫০০ কি.মি. যায় ভারতের ‘অগ্নি-৩’

অনলাইন ডেস্ক

দেড় টন ওজনের পরমাণু অস্ত্র নিয়ে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরত্বের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করেছে ভারত।

পরমাণুবাহী ক্ষেপণাস্ত্রবাহী ওই ক্ষেপণাস্ত্রের নাম ‘অগ্নি-৩’। ভারতের দাবি শনিবার রাতে পরীক্ষামূলকভাবে উড়িশার আবদুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড়িশার আবদুল কালাম দ্বীপ থেকে দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড।

সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়, ১৭ মিটার লম্বা, ২ মিটার ব্যাসের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়েছে আবদুল কালাম দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের চার নম্বর কমপ্লেক্স থেকে। এ নিয়ে পরীক্ষামূলকভাবে চারবার উৎক্ষেপণ করা হয় ‘অগ্নি-৩’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)