‘বুলবুলে’ ক্ষতিগ্রস্ত ২৭০ পরিবার পেল অনুদান

‘বুলবুলে’ ক্ষতিগ্রস্ত ২৭০ পরিবার পেল অনুদান

শেখ আহসানুল করিম, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ২৭০পরিবারকে সরকারি অনুদান দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের হাতে তিন হাজার করে টাকা এবং এক বান্ডিল ঢেউটিন তুলে দেন ইউএনও সরদার মোস্তফা শাহিন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রনজিৎ সরকার, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনসহ অন্য কর্মকর্তা ও জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, ঘূর্ণিঝড় বুলবুলে উপজেলার চারটি ইউনিয়নে সার্বিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে।

এর মধ্যে শুধুমাত্র যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদেরকেই সরকারি এই অনুদান দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ যৌথভাবে যাচাই বছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে অনুদান দেওয়া হচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)