'ক্ষমতায় গেলে অস্ত্র পাবে না সৌদি'

'ক্ষমতায় গেলে অস্ত্র পাবে না সৌদি'

অনলাইন ডেস্ক

ব্রিটেনের লেবার দলের নেতা জেরেমি করবিন ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় যেতে পারলে ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য তার দল সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে লেবার দল আগেই ইশতেহার ঘোষণ করেছে।

এতে তিনি ব্রিটেনকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। গতকাল (রোববার) করবিন ঘোষণা দেন, ক্ষমতায় যেতে পারলে ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের পাশাপাশি ইয়েমেনে চলমান আগ্রাসন বন্ধের বিষয়ে তিনি কাজ করবেন।

নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ