মাল্টার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

মাল্টার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

অনলাইন ডেস্ক

দুর্নীতিবিরোধী আলোচিত এক সাংবাদিক হত্যার ইস্যু নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট। ওই হত্যাকাণ্ডের জেরে তীব্র সমালোচনার মুখে পড়ে রোববার জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।  

গাড়িবোমা বিস্ফোরণে ২০১৭ সালের অক্টোবরে নিহত হন ৫৩ বছর বয়সী অনুসন্ধানী সাংবাদিক ড্যাফেন কারুয়ানা গ্যালিজিয়া। এর জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে যান জোসেফ।

দুই বছর আগের ওই হত্যাকাণ্ডের বিষয়টি আবার নতুন করে সামনে এলে রাজনৈতিক ও আইনি জটিলতার মুখে পড়েন তিনি। বর্তমানে ওই বিস্ফোরণ মামলার তদন্ত চলছে। এর মাঝে রোববারেই পদত্যাগের ঘোষণা দিলেন জোসেফ। টেলিভিশন ভাষণে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে অবশ্য নিজের ঘনিষ্ঠ সহযোগীদের কাছে পদত্যাগের চিন্তাভাবনার কথা তুলে ধরেছিলেন জোসেফ মাস্কাট।
 

জোসেফের পদত্যাগের পর জানুয়ারিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন না হওয়া পর্যন্ত ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস ফিয়ারন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলে সূত্রের মাধ্যমে জানা গেছে।  

সূত্র : সিএনএন

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ