আটক ১১শ কেজি শিলা কাঁকড়া সুন্দরবনে অবমুক্ত

আটক ১১শ কেজি শিলা কাঁকড়া সুন্দরবনে অবমুক্ত

শেখ আহসানুল করিম, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে শিকার করা ১১শ' ৫০ কেজি শিলা কাঁকড়া ভর্তি একটি ফিশিং ট্রলারসহ ২৪ জেলেকে আটক করেছে বন বিভাগ।

সোমবার মধ্যরাতে শরণখোলার বলেশ্বর নদী থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকালে কাঁকড়াগুলো সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

আটক জেলেদের নামে বন আইনে মামলা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. মিজানুর রহমান জানান, আটক জেলেরা সুন্দরবন বিভাগের চাঁদপাই ও দুবলা ফরেস্ট অফিস থেকে পারমিট (পাশ) নিয়ে সুন্দরবনের রপ্তানি পণ্য শিলা কাঁকড়া শিকার করে। কিন্তু তারা সরকারি রাজস্ব ফাঁকি দিতে সুন্দরবন বিভাগ থেকে কাঁকড়া পরিবহনের অনুমোতি পত্র না নিয়ে এবং নির্ধারিত রুট ব্যবহার না করে অন্য পথে বন থেকে বের হচ্ছিল। পরে বন বিভাগ অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার ও ১১ শ কেজি শিলা কাঁকড়াসহ ২৪ জেলেকে আটক করে। পরে আটক এসব শিলা কাঁকড়ার মালিক বাগেরহাটের মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের তরিকুল ইসলাম এবং ছালাম শেখকে এক লাখ টাকা জরিমানা আদায় করে জেলেদের ছেড়ে দেওয়া হয়।

আটক কাঁকড়া সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)