সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার সবাইকে বদলি

সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার সবাইকে বদলি

অনলাইন ডেস্ক

অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টের ফাইলিং এফিডেভিট শাখার সকল কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এফিডেভিট শাখার অনিয়ম নিয়ে প্রধান বিচারপতির ক্ষোভ প্রকাশের একদিন পরেই এ আদেশ দিলো সুপ্রিম কোর্ট প্রশাসন।

গতকাল সোমবার একটি মামলার শুনানিকে কেন্দ্র করে প্রধান বিচারপতি বলেন, সিসি ক্যামেরা বসালাম (এফিডেভিট শাখা কক্ষে), এখন সবাই বাইরে এসে এফিডেভিট করে।

সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম রুখতে পারছি না।

এ সময় আদালতে উপস্থিত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, অনেকেই মামলার তালিকা ওপর-নিচ করে কোটিপতি হয়ে গেছে।

প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রপক্ষের অনেক আইনজীবীও আদালতে আসেন না। বেতন বেশি হওয়ার কারণে এমন হচ্ছে।

বেতন কম হলে তারা ঠিকই কষ্ট করে আদালতে আসতেন।

এরপর প্রধান বিচারপতি তাৎক্ষণিক এক আদেশে ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসানকে আপিল বিভাগে তলব করেন। তবে মামলার সিরিয়াল করা নিয়ে মেহেদী হাসানের ব্যাখ্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। পরে ডেপুটি রেজিস্ট্রারকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান বিচারপতি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল