পুলিশের ভয়ে সন্ধ্যায় নদীতে ঝাঁপ, রাতে লাশ উদ্ধার

পুলিশের ভয়ে সন্ধ্যায় নদীতে ঝাঁপ, রাতে লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের তাড়া খেয়ে সন্ধ্যায় নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ ব্যক্তির লাশ পাওয়া গেছে সোমবার রাত আড়াইটার সময়। নিহত সাবের আহমদ পূর্ব দোহাজারী ৭নং ওয়ার্ডের নজির আহমদের ছেলে।

দোহাজারী তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, নদীতে লাশ ভেসে উঠলে নিখোঁজ ব্যক্তির স্বজনরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দোহাজারী পৌর সদরের বার্মা কলোনিতে ছাবের আহমদ (৫৫) অন্যান্য দিনের মতো একটি চায়ের দোকানে টিভি দেখছিল। এ সময় হঠাৎ একদল টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে 
ছাবেরসহ দোকানে বসা অন্যরা পালিয়ে যায়। পরে আত্মরক্ষার্থে ছাবের শঙ্খনদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

পরে চন্দনাইশ ফায়ার সার্ভিসের চারজনের একটি ডুবুরি দল সোমবার বেলা ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ৫ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে না পেরে উদ্ধার অভিযান বন্ধ করেন।

সোমবার রাত আড়াইটার সময় নিখোঁজ সাবের আহমদের লাশ নদীতে ভেসে উঠলে তার আত্মীয়স্বজন পুলিশে খবর দেয়।

পুলিশ নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)