তুরস্ককে পছন্দ করেন ট্রাম্প

তুরস্ককে পছন্দ করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি তুরস্ককে পছন্দ করেন এবং প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মঙ্গলবার লন্ডনে এক সাক্ষৎকারে তিনি এ কথা জানান। এ সময় তিনি আঙ্কারার প্রশংসা করে বলেন, জোটভুক্ত দেশগুলোর মাঝে ন্যাটোর একটি ভালো সদস্য তুরস্ক।

ট্রাম্প জানান, সাবেক মার্কিন প্রশাসন তুরস্কের কাছে প্যাটিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রি করতে অস্বীকৃতি করায় আঙ্কারা অন্য জায়গায় গিয়েছিল।

তবে বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করে এফ-৩৫ যুদ্ধবিমান কিনেছিল আঙ্কারা। ট্রাম্প আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান দিতে অপারগতা দেখায় তাহলে তুরস্ক অন্য কোথাও অনুসন্ধান করবে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ