সুদানে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৫

সুদানে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৫

অনলাইন ডেস্ক

সুদানের রাজধানী খার্তুমে একটি টাইলস কারখানায় আগুন লেগে ১৫ জন কর্মী নিহত হয়েছেন। রাজধানীর উত্তরাংশের শিল্প এলাকায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।  

সুদানের রাজধানী খার্তুমের উত্তরে এই টাইলসের কারখানায় আগুন লাগার পরে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর। ঘন কালো ধোঁওয়ায় ঢেকে যায় শহর।

ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। ১৬টি ইঞ্জিন কাজ করে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে ঘিরে ফেলে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু ঘন কালো ধোঁয়ার ভিতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে গিয়ে নিজেরাই অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন দমকলকর্মী।
স্থানীয় চিকিৎসকেরা জানান, ১৫ জন কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হয়েছেন প্রায় ৯০ জন।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক কর্মী জানান, হঠাৎ করে একটা বিকট শব্দ হয়। আকাশে আগুনের গোলা ছিটকে ওঠে। কয়েক সেকেন্ডেই পার্কিং লটে থাকা গাড়িগুলোতে আগুন লেগে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা শহরে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ