ফিলিপাইনে ‘কামমুড়ি’র আঘাতে নিহত ২

ফিলিপাইনে ‘কামমুড়ি’র আঘাতে নিহত ২

অনলাইন ডেস্ক

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কামমুড়ি। মঙ্গলবার ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে আঘাত হানে কামমুড়ি। এতে নিহত হন দুজন। এছাড়াও ঘরছাড়া হয়েছেন প্রায় দুই লক্ষাধিক মানুষ।

তীব্র ঝড়ো বাতাসের ফলে নিরাপত্তাজনিত কারণে ম্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের শতাধিক ফ্লাইট স্থগিত করা হয় ।

ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে ম্যানিলায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়। কিছু জায়গায় পানির উচ্চতা বাসার ছাদ পর্যন্ত উঠে এসেছে।

গাছপালা উপড়ে গেছে ও বিদ্যুৎ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা লুইসিতো মেনডোজা বলেন, 'আমরা এখনো ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যালোচনা করে দেখছি। তবে ঝড়ের প্রভাব ছিল মারাত্মক ভয়াবহ। এক জায়গায় ঘরবাড়ির ছাদ পর্যন্ত পানি উঠে গেছে। আমাদের নিজস্ব কর্মীরাও ঝড়ে ভেঙে পড়া গ্লাসে আঘাত পেয়েছে। বাতাসের তীব্রতায় বহু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। '

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ