ভারতে গোলাগুলিতে ৬ জওয়ান নিহত

ভারতে গোলাগুলিতে ৬ জওয়ান নিহত

অনলাইন ডেস্ক

কথা কাটাকাটির জের ধরে গোলাগুলিতে ভারতের আধা সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

ভারতীয় পুলিশ কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। কোনও কারণে দু দল আধা সেনা জওয়ানদের মধ্যে কথা কাটাকাটি হয়।

তার জেরেই এক জওয়ান তাঁর সার্ভিস রাইফেল থেকে সহকর্মীকে লক্ষ্য করে গুলি করেন। পরে তাঁকেও গুলি করা হয়। তার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি জানান, নারায়ণপুরের আইটিবিপি’র ৪৫ তম ব্যাটালিয়নের কাদেনার শিবিরে এই এই ঘটনা ঘটেছে।

তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এক জওয়ান নিরাপত্তার কাজে থাকা তার অস্ত্র দিয়ে সহকর্মীদের ওপর গুলি চালায়। এতে চারজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে। পরে ওই জওয়ানও নিহত হন।

নারায়ণপুর রায়পুর থেকে ২২৫ কিলোমিটার (১৪০ মাইল) দক্ষিণে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)