এখন থেকে যে কেউ কিডনি দিতে পারবেন: হাইকোর্ট

এখন থেকে যে কেউ কিডনি দিতে পারবেন: হাইকোর্ট

অনলাইন ডেস্ক

মানবিক বিবেচনায় ও সহানুভূতিশীল যে কেউ অন্যদের কিডনি দিতে পারবেন। তবে মাদকাসক্ত ও কিডনি কেনাবেচা করেন- এমন ব্যক্তিদের কিডনি নেওয়া যাবে না। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

‘অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯’ এর ২ (গ), ৩ ও ৬ ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির পর এ রায় হয়। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)