'পেঁয়াজ-রসুন খাই না', সংসদে বললেন ভারতীয় অর্থমন্ত্রী

'পেঁয়াজ-রসুন খাই না', সংসদে বললেন ভারতীয় অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

বুধবার ভারতের সংসদে দাঁড়িয়ে দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পরিষ্কার কন্ঠে বললেন ‘আমি পেঁয়াজ, রসুন খাই না বললেই চলে। আমি যে পরিবার থেকে এসেছি, সেখানে পেঁয়াজের চল নেই। আমার পরিবারের রান্নাঘরে পেঁয়াজ উঠতো না। ’

অর্থমন্ত্রীর এ বক্তব্যর পরপরই বিরোধীদলের তীব্র আক্রমণের মুখে পড়েন তিনি।

মন্ত্রী অশ্বিনী চৌবে বলেন ‘আমি সবসময় নিরামিষাশী। কোনও দিনও পেঁয়াজই খাইনি। আমার মতে কারোর পক্ষে পেঁয়াজ সম্পর্কে কিছু বলা কি করে সম্ভব?’ পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় ভারতীয় অর্থমন্ত্রী জানিয়ে দেন যে ফলন কম বলেই মিশর থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন ‘অর্থমন্ত্রী পেঁয়াজ খান না, তো কি অ্যাভোকাডো ফল খান?’

গত কয়েক দিন থেকে ভারতের সর্বত্র অস্বাভাবিক হারে বেড়ে চলেছে পেঁয়াজের দাম।

দেশটির প্রধান শহরগুলিতে পেঁয়াজের দাম সেঞ্চুরি পার করে ডবল সেঞ্চুরির দিকে পা বাড়িয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ