বাংলাদেশি ১৭ জেলেকে ফেরত দিল মিয়ানমার

বাংলাদেশি ১৭ জেলেকে ফেরত দিল মিয়ানমার

অনলাইন ডেস্ক

মিয়ানমার জলসীমায় চলে যাওয়া ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিন সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিনের কাছে জেলেদের হস্তান্তর করেন।

এর আগে মিয়ানমারের সীটওয়েতে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের কাছে তাদেরকে হস্তান্তর করেন মিয়ানমার কর্তৃপক্ষ।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার সাইদুল ইসলাম জানান, সেন্টমার্টিনের আনুমানিক ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জল সীমানায় এ হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।

মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যরা এ হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশি ১৭ জেলেসহ মাছ ধরার একটি ট্রলার মিয়ানমার জলসীমায় ঢুকে পড়লে তাদেরকে আটক করে মিয়ানমারের নৌবাহিনী। পরে ইঞ্জিন বিকল হওয়ার বিষয়টি বুঝতে পেরে তারা বাংলাদেশ দূতাবাসকে জেলেদের বিষয়টি জানান।

দূতাবাসের মাধ্যমে কোস্টগার্ডের সহায়তায় জেলেদের ফেরতের প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানান তিনি।

জানা গেছে, মাসুদ ফিশিং নামের ট্রলারটির জেলেরা ভোলা, চরফ্যাশন ও লক্ষ্মীপুরের বাসিন্দা। গত ২৯ নভেম্বর মাছ ধরার জন্য বের হয়ে তারা বঙ্গোপসাগরের সেন্টমার্টিন অংশে চলে যায়। একপর্যায়ে তাদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে মিয়ানমার জলসীমায় চলে যায়। বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করে মিয়ানমার নৌবাহিনী।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল 

সম্পর্কিত খবর