একদিনেই তিন সোনা জয়, মোট পদক ৭৮

একদিনেই তিন সোনা জয়, মোট পদক ৭৮

অনলাইন ডেস্ক

একদিনেই তিন সোনার পদক জিতলেন বাংলাদেশের অ্যাথলেটরা। মেয়েদের ভারোত্তলনে মাবিয়া আক্তার সীমান্ত, ছেলেদের ভরোত্তলনে জিয়ারুল ইসলামের পর এবার ফেন্সিং থেকে সোনার পদক জিতেছেন ফাতেমা মুজিব।

চলতি আসরে এখন পর্যন্ত বাংলাদেশের সোনার পদকের সংখ্যা দাঁড়াল ৭টিতে।

ফেন্সিং বাংলাদেশে একেবারেই অপ্রচলিত খেলা।

অনেকে নামও জানেন না। তবে এবারের এসএ গেমসে ফেন্সিংয়ে বিশাল এক দল পাঠিয়েছে বাংলাদেশ। দেশে অপ্রচলিত এ খেলায় ২৩ খেলোয়াড়ের সঙ্গে ৫ অফিসিয়াল গেছেন নেপালে। তাদের মধ্যে তিনজনই ম্যানেজার।

এই বিশাল বহরের দল আজকের আগে গোটা তিনেক ব্রোঞ্জ জিতেছিল।

চলতি আসরে ইতিমধ্যে নিজেদের ২০১৬ সালের সাফল্যকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এবার এসএ গেমসে ৭টি সোনার পদকের পাশাপাশি ১৮টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ পদকও এনে দিয়েছেন দেশের ক্রীড়াবিদরা।

এ পর্যন্ত বাংলাদেশের পদকসংখ্যা ৭৮।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)