বাংলাদেশকে ১০টি কুকুর উপহার দিল ভারত

বাংলাদেশকে ১০টি কুকুর উপহার দিল ভারত

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীকে ১০ কুকুর উপহার দিল ভারত। মাদকদ্রব্য, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুর আজ শনিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সেনাবাহিনী।

এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- যশোর সেনানিবাসের কর্মকর্তা কর্নেল আনোয়ার হোসেন, লে. কর্নেল মিজানুর রহমান, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এডি ফাররুক হোসেন ও আইসিপি কম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান।  

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, কলকাতা সেনানিবাসের কর্মকর্তা কর্নেল কেশব জাদবসহ বিএসএফ অফিসার প্রতিনিধি।

কর্নেল আনোয়ার হোসেন জানান, ভারত সরকারের দেওয়া কুকুরগুলো বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। এই ১০টি কুকুর ভারতের মিরাট সেনানিবাস থেকে বাংলাদেশ সরকারকে উপহার দেওয়া হয়েছে। কুকুরগুলো বিভিন্ন সেনানিবাসে পাঠানো হবে।  

মাদকদ্রব্য, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারে কুকুরগুলো অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)